এবিএনএঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদ শারজাহ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা সারজাহস্থ উমর আল খৈয়াম হোটেলের হল রুমে গত শুক্রবার অনুষ্ঠিত হয়।
সংগঠনের নব নির্বাচিত সভাপতি শাহ মোহাম্মদ মাকসুদের সভাপতিত্বে ও নবাগত সাধারণ সম্পাদক গোলাম কাদের জিলানীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কনস্যুলেটের ভাইস কনস্যাল মোয়াজ্জেম হোসেন।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্ঠা আলহাজ্ব আহম্মেদ ছগির চৌধুরী,মোহাম্মদ খোরশেদ মোবারক,আলহাজ্ব হারুণ,কাজী মোহাম্মদ আলী,ইঞ্জিনিয়ার এনাম,হাজী সেলিম,মোহাম্মদ দেলোয়ার হোসেন ,মোহাম্মদ এনাম চৌধুরী,আবুল বশর (বাবুল),মোরশেদুল মুন্না,মোহাম্মদ হারুন,আবু সুফিয়ান,এ কে আজাদ ,নুরুল আবছার,আবুল মনছুর,এরশাদ আলম,নাছির উদ্দীন খোকন,আরমান, রহমত,মনসুর সহ আরো অনেকে।অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন আজম খান,আব্দুল কাদের মোহাম্মদ নিজান,মোহাম্মাদ নাছির,মাহফুজ,আব্দুল খালেক,গিয়াস উদ্দিন,খোকন,মনসুর ফেনী ও মংলা প্রমুখ।