জাতীয়বাংলাদেশলিড নিউজ

প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি তদন্তে ২ কমিটি

এবিএনএ : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানের বোয়িং ৭৭৭ বিমানটি যান্ত্রিক ত্রুটির কারণে তুর্কমেনিস্তানে জরুরি অবতরণের ঘটনায় পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করেছে সরকার। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন সচিবালয়ে নিজ দপ্তরে আজ সোমবার সাংবাদিকদের এ তথ্য জানান। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চিফ টেকনিক্যাল অফিসার ক্যাপ্টেন ফজলুল মাহমুদ চৌধুরীকে প্রধান করে চার সদস্য একটি তদন্ত কমিটি করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন, ক্যাপ্টেন শোয়েব চৌধুরী, ইঞ্জিনিয়ার মো. হানিফ ও নিরঞ্জন রায়।

মন্ত্রী জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান কারিগরি কর্মকর্তা ক্যাপ্টেন ফজলুল মাহমুদ চৌধুরীর নেতৃত্বে চার সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। অপর কমিটি করা হয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব স্বপন কুমার সরকারের নেতৃত্বে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কমিটিকে বৃহস্পতিবারের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। রাশেদ খান মেনন বলেন, এ ঘটনায় কারো অবহেলা থাকলে তদন্ত প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Share this content:

Back to top button