,
প্রচ্ছদ | জাতীয় | আন্তর্জাতিক | অর্থনীতি | আমেরিকা | লাইফ স্টাইল | ভিডিও নিউজ | ফিচার | আমেরিকা | বিনোদন | রাজনীতি | খেলাধুলা | বিজ্ঞান ও প্রযুক্তি | শিক্ষা

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের আশা তাপসের

এবিএনএ : ঢাকা সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে, উল্লেখ করে একটি ‘প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী শেখ ফজলে নূর তাপস। বুধবার রাজধানীর ধোলাইপুর উচ্চ বিদ্যালয়ের সামনে এক নির্বাচনী পথসভায় এ প্রত্যাশার কথা জানান তিনি। আজ ষষ্ঠ দিনের মতো কদমতলী-শ্যামপুর এলাকা থেকে প্রচারণা শুরু করেন ঢাকা দক্ষিণের মেয়র পদপ্রার্থী।

শেখ ফজলে নূর তাপস বলেন, ‘নির্বাচনে নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ কিন্তু মাঠে নেমে গেছে। একটা উৎসবমুখর পরিবেশে নির্বাচনের আমেজ বজায় রেখেছে। আমরা আশা করি যে, অত্যন্ত সুষ্ঠুভাবে নির্বাচনটা সম্পন্ন হবে এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচনের উৎসবমুখর পরিবেশ বজায় থাকবে।’

মেয়র নির্বাচিত হলে প্রথম দিন থেকে কাজ শুরুর করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, ‘গত পাঁচ দিন ঢাকাবাসীর কাছ থেকে আমরা গণসংযোগে ব্যাপক স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি। আমরা যে উন্নয়নের রূপরেখা দিয়েছি পাঁচভাবে বিভক্ত করে, ঢাকাবাসী সেটা সাদরে গ্রহণ করেছে। তারা স্বতঃস্ফূর্তভাবে প্রচারণায় অংশ নিচ্ছেন এবং আমাদের অনেক ভালোবাসা দিয়ে আলিঙ্গন করছেন। আমি বিশ্বাস করি, ৩০ জানুয়ারি বিপুল ভোটে নৌকার বিজয় হবে। আমরা ঢাকাবাসীর প্রত্যাশা পূরণে দায়িত্ব পাওয়ার প্রথম দিন থেকে কাজ আরম্ভ করব এবং উন্নত ঢাকা গড়ে তুলব।’

আচরণবিধি লঙ্ঘন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ মনোনীত এই প্রার্থী বলেন, ‘কোনো ধরনের কাজে যাতে আচরণবিধি লঙ্ঘন না হয়, সেজন্য আমাদের মনিটরিং টিম সার্বক্ষণিকভাবে কাজ করছে। সেদিকে আমরা খুব সজাগ ও সতর্ক দৃষ্টি রাখছি। যেখানে আমরা জানতে পারছি, সেখানে সাথে সাথে আমরা ব্যবস্থা নিচ্ছি। আমাদের নির্বাচন পরিচালনা কমিটিও সার্বিকভাবে কাজ করছে। একই সঙ্গে এলাকাভিত্তিক যে নির্বাচনী মনিটরিং টিম করেছি, তারাও কাজ করছে। মানুষের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। একটি গণজোয়ার সৃষ্টি হয়েছে। এজন্য হয়তো জনগণের কিছুটা অসুবিধা হতে পারে। তবে যা হোক, আমরা এই বিষয়টি আরো সচেতভাবে দেখব।’

শেখ ফজলে নূর তাপস বলেন, ‘আপনারা লক্ষ করেছেন, আমি যেখানেই যাচ্ছি, সেখানে কিন্ত সবাইকে নির্দেশনা দিচ্ছি, তারা যেন সুশৃঙ্খলভাবে প্রচারণায় অংশগ্রহণ করেন। জনগণের যেন কোনো ভোগান্তি না হয়।’ সরস্বতী পূজার জন্য নির্বাচন পেছানোর দাবি প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করা হলে শেখ তাপস বলেন, ‘তফসিল ঘোষণার পর প্রার্থী হিসেবে আমি নির্বাচনী প্রচারণা করছি। আমি যেটা জেনেছি, নির্বাচন কমিশন আলাপ করেছিল। কিন্তু পঞ্জিকা অনুযায়ী হয়তো একটু ভুল হয়ে গেছে। তাদের প্রতি সমবেদনা-সহমর্মিতা রয়েছে। কিন্তু এখন যেহেতু নির্বাচনের তারিখ নির্ধারিত হয়েছে, সেহেতু আমার নির্বাচনী প্রচারণা চালিয়ে যেতে হবে। আমি আশা করি, সবাই নির্বাচনে অংশগ্রহণ করবে।’

গণসং‌যোগকালে মীর হাজীবাগ ও শ্যামপুর এলাকার মানুষের কষ্ট লাঘবে এখানকার পানির সমস্যা দূর করার আশ্বাস দেন শেখ ফজলে নূর তাপস। প্রচারণায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সানজিদা খানম, স্বেচ্ছাসেবক লীগের ঢাকা দক্ষিণের সভাপতি কামরুল হাসান রিপন প্রমুখ উপস্থিত ছিলেন।

Chairman & Editor-in-Chief : Shaikh Saokat Ali
Managing Director: Akbar Hossain
Executive Editor: Mehedi Hasan
E-mail : abnanewsusa@gmail.com
Usa Office: 289 West Koach Avenue, Egg harbor City, New Jersey-08215, Bangladesh Office : 60/1. Purana Paltan (2nd Floor), Dhaka-1000, Usa. Phone: +16094649559, Cell:+8801711040113, +8801912-621573
Server mannarged BY PopularServer
Design & Developed BY PopularITLimited