বিনোদন
প্রকাশ হলো স্মার্ট টুইন্সের গান (ভিডিও)

এবিএনএ : দুই দেশের ভাষা অর্থাৎ বাংলা ও ফ্রেঞ্চ ভাষার মিশ্রণে তৈরি করা হয়েছে ‘ওকে না তোকে’ শিরোনামের একটি গান। এই গানে কণ্ঠ দিয়েছেন প্রবাসী দুই সহোদর আশিক ও আবিদ। সম্প্রতি ইউটিউবে প্রকাশ হয়েছে স্মার্ট টুইন্সের সাড়ে চার মিনিটের এই গানটির মিউজিক ভিডিও। ইতোপূর্বে আশিক ও আবিদ বাংলাদেশের ক্রিকেট দলকে উৎসর্গ করে প্রকাশ করেছিলেন ‘ক্রিকেট আমার জান’ শিরোনামের গানের মিউজিক ভিডিও।
সেখানে তাদের সাথে কণ্ঠ দিয়েছিলেন বাংলাদেশের দুই শিল্পী লিজা এবং নদী। তাদের প্রকাশিত সেই প্রথম গান ‘ক্রিকেট আমার জান’ নিয়ে ব্যাপক সাড়া পাবার পর এরমধ্যেই ওকে না তোকে গানটি ৩৩ লক্ষাধিক ইউটিউব ভিউ পেয়েছে। বাংলাদেশে অডিও গানটি পাওয়া যাচ্ছে ইটিউনস এর ওয়েবসাইটে।
দেখুন গানের ভিডিওটি :
Share this content: