আন্তর্জাতিক

পূর্ব আফগানিস্তানে ড্রোন হামলায় ২৬ আইএস জঙ্গি নিহত

এবিএনএ : পূর্ব আফগানিস্তানের নাঙ্গারহার প্রদেশে গোপন জঙ্গি আস্তানায় ড্রোন থেকে ফেলা বিমান হামলায় ২৬ আইএস জঙ্গি নিহত হয়েছে। প্রাদেশিক পুলিশের এক মুখপাত্র মঙ্গলবার এ কথা জানান।
হজরত হুসাইন মাশরিকোয়াল জানান, সোমবার চালকবিহীন বিমান থেকে জঙ্গি আস্তানায় চালানো বোমা হামলায় আচিন জেলায় ২৪ জন এবং নাজিয়ান জেলায় দুই জন জঙ্গি প্রাণ হারায়।
আফগানিস্তানে অবস্থানরত মার্কিন সামরিক বাহিনী সাধারণত সংঘাত-দীর্ণ আফগানিস্তানে জঙ্গিদের লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়ে থাকে। আফগান রাজধানী কাবুল থেকে প্রায় ১২০ কিলোমিটার পূর্বে অবস্থিত নাঙ্গারহার প্রদেশে সক্রিয় আইএস জঙ্গিদের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য করা হয়নি।

Share this content:

Related Articles

Back to top button