
এ বি এন এ : রাজধানীর পল্টন মোড়ে ভুলবশত পুলিশের শটগানের গুলিতে মো. হানিফ (৩৫) নামের এক রিকশাচালক গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হানিফকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ও পরে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক বাচ্চু মিয়া জানান, বিকেল সাড়ে ৩টায় পল্টন পুলিশ বক্সে থাকা এক পুলিশ সদস্যের বন্দুকের ‘মিস ফায়ারে’ হানিফ আহত হন। পরে পল্টন মডেল থানার পরিদর্শক (অপারেশন) আবু সিদ্দিক তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢামেকে নিয়ে আসেন। তার ডান হাতের বাহুতে ও পিঠে রাবার বুলেট ঢুকেছে।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম ফোন ধরেননি।
বর্তমানে হানিফ আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।
Share this content: