আন্তর্জাতিকলিড নিউজ

নেপালে বিমান বিধ্বস্ত, নিহত ৩

এবিএনএ: নেপালে উড্ডয়নের সময় পার্ক করে রাখা একটি হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। এতে অন্তত তিনজন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো চারজন। রোববার লুকলা এলাকার একটি বিমানবন্দরে এ ঘটনা ঘটেছে।
ফিশ টেইল এয়ারের প্রধান নির্বাহী সুমন পান্ডে জানিয়েছেন, স্থানীয় সময় সকাল ৯টা ১০ মিনিটের দিকে মাউন্ট এভারেস্টে যাওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশ পথ লুকলার তেনজিং-হিলারি বিমানবন্দরে এ ঘটনা ঘটেছে। উড্ডয়নের সময় সামিট এয়ারের বিমানটি রানওয়ে থেকে ছিটকে যায় এবং এটির সঙ্গে পার্ক করে রাখা মানাং এয়ারের মালিকানাধীন হেলিকপ্টারের সংঘর্ষ হয়।
পান্ডে বলেন,‘আহত সবাইকে কাঠমান্ডু নিয়ে যাওয়া হয়েছে এবং গ্রান্ডে হাসপাতালে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।’
নিহতদের মধ্যে সামিট এয়ারের বিমানের কো-পাইলট সুনিল ধুংগানা এবং লুকলা বিমানবন্দরে দায়িত্ব পালনকারী পুলিশ কর্মকর্তা রাম বাহাদুর খাদকা রয়েছেন। পুলিশ জানিয়েছে, উড্ডয়নের জন্য সামিট এয়ারের বিমানের ক্রুরা ভুল পথে যাচ্ছিলেন। এর ফলে এই দুর্ঘটনা ঘটেছে। উড্ডয়নের সময় বিমানটিতে কোনো যাত্রী ছিল না।

Share this content:

Related Articles

Back to top button