জাতীয়বাংলাদেশলিড নিউজ

নির্বাচন পেছানো হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত সোমবার: সিইসি

এবিএনএ: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পেছানো হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত সোমবার (১২ নভেম্বর) জানানো হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। রোববার বিকালে এ তথ্য জানান। এর আগে রোববার দুপুরে একাদশ জাতীয় সংসদ নির্বাচন এক মাস পিছিয়ে পুনঃ তফসিল ঘোষণার দাবি জানিয়ে নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দেয় জাতীয় ঐক্যফ্রন্ট।

প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, অংশগ্রহণমূলক নির্বাচন অবশ্যই চায় কমিশন। ভোটের পরিবেশ সুষ্ঠু হবে। এর আগে বিকালে নির্বাচন একমাস পেছানোর লিখিত দাবি জানায় জাতীয় ঐক্যফ্রন্ট। এবং ভোট গ্রহণের তারিখ ৭ দিন পেছানোর অনুরোধ জানিয়ে সিইসিকে চিঠি দেন যুক্তফ্রন্ট চেয়ারম্যান একিউএম বদরুদ্দোজা চৌধুরী।

Share this content:

Back to top button