আমেরিকালিড নিউজ

এবার অলিম্পিকে আসছেন ইভাঙ্কা

এবিএনএ : দক্ষিণ কোরিয়ায় শীতকালীন অলিম্পিকের সমাপনী অনুষ্ঠানে যোগ দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভাঙ্কা ট্রাম্প। একই অনুষ্ঠানে অংশ নেবেন উত্তর কোরিয়ার শীর্ষস্থানীয় জেনারেল কিম ইয়ং চল। বৃহস্পতিবার এএফপির খবরে বলা হয়, সেখানে উভয়ে পরস্পরের মুখোমুখি হবেন। হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প তার বড় মেয়ে ও উপদেষ্টা ইভাঙ্কাকে দক্ষিণ কোরিয়া অলিম্পিকের সমাপনীতে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেয়ার অনুরোধ জানিয়েছেন। তার সঙ্গে হোয়াইট হাউসের মুখপাত্র সারাহ স্যান্ডার্সও থাকবেন।সিউলে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইনের দেয়া নৈশভোজেও অংশ নেবেন ইভাঙ্কা। শীতকালীন অলিম্পিকের এবারের আসর শুরু হয় ৯ ফেব্রুয়ারি। পর্দা নামবে ২৫ ফেব্রুয়ারি। দক্ষিণ কোরিয়ায় আয়োজিত এবারের অলিম্পিকে অংশ নেয় দেশটির চিরপ্রতিদ্বন্দ্বী উত্তর কোরিয়া। অলিম্পিকের সাইড লাইনে উত্তর কোরীয় প্রতিনিধিদের সঙ্গে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের বৈঠকের নির্ধারিত কর্মসূচি থাকলেও শেষ মুহূর্তে তা বাতিল হয়ে যায়। বুধবার মার্কিন ভাইস প্রেসিডেন্টর তরফ থেকে অভিযোগ করা হয়েছে, উত্তর কোরিয়ার দিক থেকে ওই বৈঠক বাতিল করা হয়েছে। পেন্সের দফতরের মুখ্য কর্মকর্তা নিক আয়ারর্স বলেন, ভাইস প্রেসিডেন্ট তার সুর নরম করবেন বলে আশা করে উত্তর কোরিয়া বৈঠকটি বিলম্বিত করতে থাকে।

Share this content:

Back to top button