
এবিএনএ : বুধবার সকালে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের আয়োজনে মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘আয়কর বিষয়ক প্রশিক্ষণ’ কর্মশালায় প্রধান অতিথির ভাষণে তিনি এ আহ্বান জানান। ঢাকা-৪ অঞ্চলের কর কমিশনার রাধেশ্যাম রায় কর্মশালায় মূখ্য আলোচক হিসেবে কর প্রদানের নিয়মাবলী ব্যাখ্যা করেন।
তথ্য সচিব মরতুজা আহমদ বলেন, ‘করপ্রযোজ্য ব্যক্তিবর্গের মধ্যে সরকারি কর্মচারিদের এবিষয়ে বিশেষ দৃষ্টি রাখা প্রয়োজন। এটিকে কাজের অংশ হিসেবে গণ্য করতে হবে।’
তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিববৃন্দের মধ্যে সরাফ উদ্দিন আহমেদ, মনজুরুর রহমান, শাহজাদী আঞ্জুমান আরা, রোকসানা মালেক, যুগ্ম-সচিববৃন্দের মধ্যে মোঃ নাসির উদ্দিন আহমেদ, মোঃ ইব্রাহিম খলিল, মোহাম্মদ নূরুল ইসলামসহ মন্ত্রণালয়ের সকল কর্মচারিবৃন্দ কর্মশালায় উপস্থিত ছিলেন।
Share this content: