
এবিএনএ : ড্রিমারদের নিয়ে যেকোনো চুক্তির বদলে মেক্সিকো সীমান্তে প্রাচীর তোলার অর্থের ছাড় করাতে চাইছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
প্রায় ৭ লাখ নথিবিহীন তরুণকে যুক্তরাষ্ট্রে থাকা, কাজকর্ম করা ও শিক্ষাগ্রহণের সুযোগ দিয়ে ২০১২ সালে সে সময়ের প্রেসিডেন্ট বারাক ওবামা যে আইন করেছিলেন, তা বাতিল করেছেন ট্রাম্প। এটি ড্রিমার প্রকল্প নামে পরিচিতি পায়। কিন্তু এর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন ডেমোক্র্যাটিক পার্টির আইনপ্রণেতারা।
হোয়াইট হাউস বলেছে, অবৈধ তরুণদের সুরক্ষা দেওয়া নিয়ে কোনো চুক্তি করতে হলে তাদের চাহিদা মতো শর্ত পূরণ করতে হবে ডেমোক্র্যাটদের। এসব শর্তের মধ্যে রয়েছে- সীমান্ত প্রাচীর নির্মাণের অর্থ ছাড় দেওয়া, অভিবাসন আইন কঠোর করা, অবৈধ অভিবাসীদের ফিরিয়ে দেওয়া এবং প্রয়োজন মতো অভিবাসন ও কাস্টমস কর্মকর্তা নিয়োগ দেওয়া।
তবে হোয়াইট হাউসের শর্তমূলক প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন নেতৃত্বের সারিতে থাকা ডেমোক্র্যাটরা। তাদের অভিযোগ, অবৈধ তরুণ অভিবাসীদের নিয়ে চুক্তির সঙ্গে মেক্সিকো সীমান্তে প্রাচীর নির্মাণের সমঝোতা না করার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প, তা তিনি রাখেননি। যুক্তরাষ্ট্রে বসবাসকারী এসব অবৈধ তরুণের বেশির ভাগই মেক্সিকো ও লাতিন আমেরিকা থেকে আসা।
২০১২ সালে তৎকালীন প্রেসিডেন্ট ওবামা ডিফার্ড অ্যাকশন ফর চাইল্ডহুড অ্যারাইভাল (ডাকা) কর্মসূচি গ্রহণ করেন। এর ফলে যুক্তরাষ্ট্রে থাকার সুযোগ পায় প্রায় ৬ লাখ ৯০ হাজার তরুণ। এদের যুক্তরাষ্ট্রে ড্রিমার বলা হয়।
এ চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী বছর মার্চ মাসে। এর আগে যদি চুক্তিটি নবায়ন বা পুনঃপ্রবর্তন করা না যায়, তাহলে ওইসব তরুণের ভবিষ্যৎ অরক্ষিত হয়ে যাবে। ডেমোক্র্যাটরা চাইছেন, এমন কোনো চুক্তি করতে যাতে তরুণরা সুরক্ষা পায়।
Share this content: