
এবিএনএ : চিকুনগুনিয়া যাতে গতবারের মত ভোগাতে না পারে সেজন্য মশাবাহিত রোগটি প্রতিরোধে রাজধানীবাসীকে এবার আগেভাগেই সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।বুধবার দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় মশক নিধনে ‘ক্র্যাশ প্রোগ্রামের’ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভেতরে নিজের হাতে ফগার মেশিন দিয়ে মশার ওষুধ ছিটিয়ে এ কর্মসূচির সূচনা করেন মেয়র।সাঈদ খোকন বলেন, এবছর শীতের শেষ থেকেই নগরীতে কিউলেক্স মশা বেড়েছে। তবে এ মশা স্বাস্থ্যের জন্য খুব বেশি ক্ষতিকর নয়। তবুও গতবছর হঠাৎ করে সম্পূর্ণ নতুন একটি রোগ চিকুনগুনিয়া ব্যাপক আকার ধারণ করেছিল। সবার সহযোগিতায় সেটা মোকাবিলা করতে সক্ষম হয়েছি। তিনি বলেন, এবার যাতে চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব নগরে ছড়িয়ে না পড়ে, সেজন্য আমাদের সম্মানিত নাগরিকদের আগাম সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। এজন্য কিছু পরামর্শ দেন মেয়র। তিনি বলেন, “আপনাদের বাসার আঙিনায় যদি ঝোপ-ঝাড় থাকে, তাহলে সেগুলো পরিষ্কার রাখবেন। মশার বিস্তার ঘটতে পারে এমন কোথাও যদি পানি জমে থাকে, সেগুলোও পরিষ্কার রাখবেন।”
Share this content: