আমেরিকা

টেলিসংলাপ: নতুন যুগের সূচনা করবেন ট্রাম্প-পুতিন

এবিএনএ : গঠনমুলক সহযোগিতায় এক নতুন যুগের সূচনা করবেন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচিত ডনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৈরি এ দু’পরাশক্তির মধ্যে এমন সম্পর্কের কথা ক্রেমলিন থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে। এতে বলা হয়েছে, সোমবার এ দু’নেতা ফোনে কথা বলেছেন। এ সময় তারা মুখোমুখি আলোচনায় বসতে সম্মত হয়েছেন। নির্বাচনে বিজয়ী হওয়ায় ডনাল্ড ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে এর মধ্য দিয়ে অভিনন্দন জানিয়েছেন পুতিন। তিনি ট্রাম্পকে সুবিস্তৃত আশার কথা শুনিয়েছেন। ওয়াশিংটনে ক্ষমতার হাতবদলের মধ্য দিয়ে দেশ দুটির মধ্যে বিদ্যমান উত্তেজনা নিরসন হবে বলে আশা প্রকাশ করেন পুতিন। এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট। দু’নেতার এ ফোনালাপ নিয়ে ক্রেমলিন বলেছে, মস্কো ও ওয়াশিংটনের মধ্যে সম্পর্ক ‘অসন্তোষজনক’ অবস্থায় রয়েছে। তাই তারা অংশীদারিত্বের মতো সংলাপে বসতে চান। ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়, তাদের লক্ষ্য হলো সুবিস্তৃত ইস্যুতে গঠনমুলক সহযোগিতার এক নতুন যুগের সূচনা করা। তারা তাদের অভিন্ন ও এক নম্বর শত্রু আন্তর্জাতিক সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর লড়াই চালিয়ে যেতেও একমত হয়েছেন। এর মধ্য দিয়ে আইএসের বিরুদ্ধে অভিন্ন দৃষ্টিভঙ্গি ফুটে ওঠেছে। মস্কো থেকে বলা হয়েছে, ওই টেলিফোন সংলাপে উঠে আসে সিরিয়া ইস্যুও। তবে ট্রাম্প-পুতিন কবে, কোথায় মুখোমুখি আলোচনায় বসবেন সে বিষয়ে বিস্তারিত কিছু বলা হয় নি। আগামী ২০শে জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন ডনাল্ড ট্রাম্প। র্এপরই শুরু হবে তার মিশন। ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়েছে, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ট্রাম্প সফল হবেন এমন প্রত্যাশা করেন ভ্লাদিমির পুতিন। সমতার ভিত্তিতে এরই মধ্যে পুতিন যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন।

Share this content:

Back to top button