আমেরিকা

৫৬ লাখের বেশি টাকা ব্যয়ে বার্বি সাজলো মা-মেয়ে

এবিএনএ : ছোটবেলায় বার্বি নিয়ে খেলার শখ সব মেয়েরই থাকে। কিন্তু, কেউ যদি নিজেকে বার্বি বানাতে চায়? বার্বির মত ঠোঁট, বার্বির মত মুখ, চুল, স্তন, নিতম্ব বানাতে চায়? আমেরিকার দুই নারী এমনটাই করেছেন। সম্পর্কে তারা মা ও মেয়ে।

চার সন্তানের জননী ৩৯ বছর বয়সী জর্জিনা ক্লার্ক ও তার ২১ বছর বয়সী কন্যা কায়লা মরিস এ কাণ্ড ঘটিয়েছেন। দুজনে মিলে ৫৬ লাখ ৬৪ হাজার ৮৯৫ টাকা খরচ করে অস্ত্রোপচার করিয়েছেন ঠোঁটে। করিয়েছেন চিক ফিলার ও বোটক্স। তারপর টিভি শোতে অংশ নিয়েছেন।
তবে এখানেই শেষ নয়, গর্বিত মা-মেয়ে বলেছেন, ‘এরপর বুব জব, নোজ জব, লাইপোসাকশন, ফ্যাট ট্রান্সফার ও ব্রাজিলিয়ান বাট ফিট করাব।’

Share this content:

Back to top button