এবিএনএ : সারা দেশে ছাত্র এবং জনতা হত্যার প্রতিবাদে মিছিল সমাবেশ করেছে বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও্ স্বেচ্ছাসেবক দল। আজ শনিবার ঢাকা মহানগর উত্তর ও পশ্চিমের যৌথ উদ্যোগে এই মিছিল বের করে তারা। মহাখালী রেলগেট থেকে তিতুমীর কলেজ হয়ে পুনরায় মহাখালীতে পুলিশের ব্যাপক বাধার মুখে লাঠিচার্জের মুখে তাদের এই মিছিল শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তরের সভাপতি এসএম জাহাঙ্গীর হোসেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি ফকরুল ইসলাম রবিন, জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক গাজী রেজওয়ানুল হোসেন রিয়াজ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক সাদরেজ জামান, স্বেচ্ছাসেবক দল নেতা আবুল কালাম আজাদ, ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি কামরুজ্জামান জুয়েল, ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের সভাপতি মিজানুর রহমান রাজ, ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন রুবেল, যুবদল ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক মোস্তফা জগলুল পাশা পাপেল।
এছাড়া ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের সিনিয়রসহ সভাপতি সাখাওয়াত হোসেনসহ বিপুল সংখ্যক নেতাকর্মীর প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করে। শেষ পর্যায়ে পুলিশের লাঠিচার্জ, ব্যাপক ধরপাকড়ের মধ্যেও নেতাকর্মীরা সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ করে।