জাতীয়বাংলাদেশলিড নিউজ

‘তৃণমূল জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিতে দায়িত্ব নিতে হবে চিকিৎসকদের’

এবিএনএ : জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী দেশের স্বাস্থ্যখাতের উন্নয়নের সুফল তৃণমূলে পৌঁছে দিতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন। আজ মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ মিলনায়তনে অ্যালামনি ট্রাস্ট আয়োজিত ৭৩তম ডিএমসি দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি। শিরীন শারমিন চৌধুরী বলেন, জনগণের দোরগোড়ায় এ সেবা পৌঁছে দিতে চিকিৎসকদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তৃণমূল জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসকদের দায়িত্ব নিতে হবে। ঢাকা মেডিকেল কলেজ অ্যালামনি ট্রাস্ট্রের চেয়ারম্যান ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক এমপি। স্পিকার বলেন, ঢাকা মেডিকেল কলেজ চিকিৎসা, শিক্ষা, গবেষণা ও সেবার ক্ষেত্রে একটি অনন্য ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধে এ প্রতিষ্ঠানের রয়েছে গৌরবোজ্জ্বল ভূমিকা। তিনি বলেন, ডিএমসি’র শিক্ষার্থীরা দেশ-বিদেশে সুনামের সঙ্গে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে, যা বিদেশে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে। অনুষ্ঠানে স্পিকার ডিএমসি’র কৃতি শিক্ষার্থী ডা. নুঝাত তাবাসসুমের হাতে স্বর্ণপদক তুলে দেন।

Share this content:

Back to top button