জাতীয়বাংলাদেশলিড নিউজ

একরামুলের সঙ্গে বেআইনি কিছু ঘটলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

এবিএনএ : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, টেকনাফের পৌর কাউন্সিলর একরামুল হক নিহতের ঘটনায় বেআইনি কিছু ঘটলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। শুক্রবার রাজধানীতে এক ইফতার মাহফিলে যোগদান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন। তেজগাঁও স্কুলের ‘তেজগাঁও ওল্ড স্টুডেন্টস সোসাইটি’ ইফতার মাহফিলের আয়োজন করে।

র‌্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ একরামুল হক নিহত হওয়ার পর তার স্ত্রী আয়েশা বেগম সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, তার স্বামীকে ঠাণ্ডা মাথায় খুন করা হয়েছে। এ বিষয়ে এক প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের কাছে এখন পর্যন্ত যে ধরনের তথ্য আছে, তাতে এ ধরনের কোনো আভাস পাওয়া যায়নি। তবে একরামুল হকের স্ত্রীর বক্তব্য আমরা নিশ্চয় তদন্ত করব। তিনি বলেন, আমাদের একজন ম্যাজিস্ট্রেট বিষয়টি তদন্ত করবেন। তিনি যদি মনে করেন ওই বন্দুকযুদ্ধে বেআইনি কিছু ঘটেছে। তাহলে আমরা আইনানুগ ব্যবস্থা নেব।

Share this content:

Back to top button