
এবিএনএ : বিএনপি চেয়ারপারসন খালোদার জিয়ার রায়ের পর সংবাদ সম্মেলন করবে আওয়ামী লীগ। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন দলটির প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাসান মহমুদ। এদিকে সারা দেশবাসীর মতো রায় শোনার অপেক্ষায় আওয়ামী লীগের ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলটির কেন্দ্রীয় নেতাকর্মীরা অবস্থান করছেন। কার্যালয়ের সভা কক্ষে টেলিভিশন মনিটরিং করছেন তারা।এখানে উপস্থিত রয়েছেন আওয়ামী লীগ সভাপতি মন্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, সম্পাদক মন্ডলীর সদস্য এনামুল হক শামিম, খালিদ মাহামুদ চৌধুরী, আবু সাইদ আল মাহমুদ স্বপন, ড. হাসান মাহমুদ, দেলোয়ার হোসেন, ফরিদুন নাহার লাইলী, অসীম কুমার উকিল ও বিপ্লব কুমার বড়ূয়াসহ আরও অনেক নেতাকর্মী । অন্যদিকে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সকাল থেকেই অবস্থান নিয়েছে দলটির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
Share this content: