বাংলাদেশরাজনীতিলিড নিউজ

কৃত্রিম শ্বাস-প্রশ্বাসে বেঁচে আছেন এরশাদ

এবিএনএ : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে জানিয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের  বলেছেন, কৃত্রিমভাবে শ্বাস-প্রশ্বাস চলছে এরশাদের। শারীরিক অবস্থা স্বাভাবিক হলে কৃত্রিম সাপোর্ট খুলে ফেলা হবে। শনিবার জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচ -এর চিকিৎসকদের বরাত দিয়ে জিএম কাদের বলেন, ‘গত দুই দিন ধরে হুসেইন মুহম্মদ এরশাদকে ডায়ালাইসিস (হেমো ডায়া ফিল্টারেশন এবং হেমো পারফিউশন) দেয়া হচ্ছে। এতে তার শরীর থেকে অপ্রয়োজনীয় পানি বের করা হচ্ছে এবং ইনফেকশন নিয়ন্ত্রণ করা হচ্ছে।’

এরশাদের ছোট ভাই বলেন, ‘চিকিৎসকরা আশাবাদী, অত্যাধুনিক চিকিৎসায় এরশাদ সুস্থ হয়ে উঠতে পারেন। তবে তিনি এখনো শংকামুক্ত নন।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সিএমএইচের চিকিৎসকরা এরশাদের শারীরিক পরীক্ষা-নিরীক্ষার সব রিপোর্ট সিঙ্গাপুরে পাঠিয়েছেন। কিন্তু সিঙ্গাপুরের বিশেষজ্ঞরা তাকে সিঙ্গাপুরে পাঠানোর বিষয়ে নিরুৎসাহিত করেছেন।’

সারাদেশের মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডায় গতকাল ধর্মপ্রাণ মানুষ এরশাদের রোগমুক্তি এবং সুস্থতা কামনায় প্রার্থনা করেছেন জানিয়ে তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান জিএম কাদের।বলেন, ‘গতকাল শুক্রবার হুসেইন মুহম্মদ এরশাদের চিকিৎসায় রক্ত প্রয়োজন এমন সংবাদে হাজারো মানুষ সিএমএইচে উপস্থিত হয়েছেন। তারা চিকিৎসকদের কাছে তাদের নাম-ঠিকানা দিয়ে এসেছেন। পল্লীবন্ধুকে রক্ত দিতে সাধারণ মানুষ অভূতপূর্ব সাড়া দিয়েছেন।’ যারা রক্ত দিয়েছেন এবং রক্ত দিতে চেয়েছেন তাদের কাছেও কৃতজ্ঞতা জানান তিনি। এসময় জাতীয় পার্টির মহাসচিব এবং বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, সুনীল শুভরায়, এসএম ফয়সল চিশতী, আজম খান, আজম খান, রেজাউল ইসলাম ভূইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

Share this content:

Back to top button