
এবিএনএ : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও সিনিয়র উপদেষ্টা জারেড কুশনারের সম্পর্কে আরো তথ্য জানতে চায় মার্কিন সিনেটের জুডিশিয়ারি কমিটি। তথ্য জানতে চেয়ে গত বৃহস্পতিবার কুশনারের আইনজীবীর কাছে চিঠি পাঠিয়েছে কমিটি।
রাশিয়ার সঙ্গে কুশনারের যোগসাজশের বিষয়ে আরো কোনো তথ্য আছে কিনা তা জানতে চায় কমিটি। জুডিশিয়ারি কমিটির চেয়ারম্যান চাক গ্রেসলি এবং সদস্য ডায়ানে ফেইনস্টেইন কুশনারের আইনজীবী অ্যাবে লওয়েলের কাছে চিঠি পাঠিয়েছেন। কুশনার বিভিন্ন কমিটিতে রাশিয়ার সঙ্গে যোগসাজশ নিয়ে সাক্ষ্য দিয়েছেন। ওই সব সাক্ষ্যের নথি চেয়েছে কমিটি। কোন কমিটির কাছে কী ধরনের বক্তব্য কুশনার দিয়েছেন তা জানার আগ্রহ প্রকাশ করা হয়েছে চিঠিতে।
উইকিলিকসের কাছে কুশনারের ই-মেইল বার্তা এবং রুশ প্রতিনিধিদের সঙ্গে তার বৈঠক সম্পর্কে তথ্য আছে বলে জানা গেছে। কিন্তু অনেক তথ্যই হারিয়ে গেছে। জানা গেছে, উইকিলিকসের সঙ্গে কুশনারের যোগাযোগ ছিল। এছাড়া সাবেক মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিনের সঙ্গে কুশনারের যোগাযোগ বিশেষ করে পুতিন এবং হিলারি বিষয়ে কী ধরনের আলোচনা হয়েছে তা জানার চেষ্টা করছে জুডিশিয়ারি কমিটি।
Share this content: