এ বি এন এ : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় যত কাছাকাছি আসছে ততই প্রধান দুই প্রার্থীর মধ্যে প্রতিন্দ্বন্দ্বিতা বাড়ছে। যা আসন্ন নভম্বেরের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে আভাস দিচ্ছে। নির্বাচনে ডেমোক্রেটিক দল থেকে হিলারি ক্লিনটন এবং রিপাবলিকান দল থেকে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছে। এই দু`জনের মধ্যে যেকোন একজনই প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হবেন। হিলারি নাকি ট্রাম্প? কে হবেন যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট? এ নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। তবে শুরু থেকে জনমত জরিপে হিলারি এগিয়ে থাকলেও সর্বশেষ জরিপে সাবেক ফার্স্ট লেডি টপকে এগিয়ে গেলেন বিতর্কিত ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প। সিএনএন-ওআরসির এক জনমত জরিপে ট্রাম্পের পক্ষে ভোট দিয়েছেন ৪৫ ভাগ মানুষ। যেখানে হিলারি পয়েছেন ৪৩ ভাগ মানুষের সমর্থন। এছাড়া লিবারেশন পার্টি গেরি জনসন ৭ ভাগ এবং গ্রিন পার্টির জিল স্টেইন পেয়েছেন ২ ভাগ ভোট। ৮ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণা চলছে। জনমত জরিপেও রিপাবলিকান ও ডেমোক্রেটিক প্রার্থীর মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই।