জাতীয়বাংলাদেশলিড নিউজ

রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বিদেশি পররাষ্ট্রমন্ত্রীরা

এবিএনএ : মিয়ানমার থেকে নির্যাতনের শিকার হয়ে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। রোববার দুপুর ১২টার দিকে কক্সবাজার থেকে মেরিন ড্রাইভ সড়ক দিয়ে উখিয়ার ইনানী হয়ে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান তারা।

পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিনিধিদলের সদস্যরা হলেন-
ইউরোপীয় ইউনিয়নের নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয় উচ্চপর্যায়ের প্রতিনিধি এবং ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্ট ফেদেরিকো মঘেরিনি, জার্মানির পররাষ্ট্রমন্ত্রী সিগমার গ্যাব্রিয়েল, সুইডেনের মারগট ওয়ালস্টার ও জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কানোসহ সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তারা।
প্রথমে  তারা কুতুপালং ক্যাম্প পরিদর্শন করেন। পরে মিয়ানমার থেকে নির্যাতনের শিকার হয়ে পালিয়ে এসে ক্যাম্পে বসবাসরত রোহিঙ্গাদের সঙ্গে কথা বলে তাদের দুঃখ-দুর্দশার কথা শোনেন।
উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আন্তর্জাতিক অভিবাসন কেন্দ্র আইওএমের প্রাথমিক চিকিৎসাসেবা কেন্দ্র ও জরুরি ত্রাণ বিতরণ কেন্দ্রসহ বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন প্রতিনিধিদলের সদস্যরা।
এদিকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ)  টিমের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিবসহ বিভিন্ন আন্তর্জাতিক দাতা সংস্থার কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
এর আগে বেলা ১১টা ২০ মিনিটে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছেন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও তিন দেশের প্রতিনিধিরা।

Share this content:

Related Articles

Back to top button