আইন ও আদালতজাতীয়বাংলাদেশলিড নিউজ

এবার থার্টিফার্স্টে কোনো অনুষ্ঠান না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

এবিএনএ: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে এবার থার্টিফাস্র্টে কোনো অনুষ্ঠান না করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ সময় বাড়ির ছাদেও কোনো অনুষ্ঠান না করার অনুরোধ জানান তিনি।আজ রোববার সকালে সচিবালয়ে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ আহ্বান জানান।আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘থার্টিফার্স্ট নাইটে কোথাও কোনো আতশবাজি বা পটকা ফোটানো যাবে না। নির্বাচনের কারণে এবার উন্মুক্ত স্থানের পাশাপাশি বাসা-বাড়ির ছাদেও থার্টিফাস্ট নাইটের অনুষ্ঠান করা যাবে না।’তিনি আরও বলেন, আগের দিনই দেশের একাদশ জাতীয় নির্বাচন হবে এবং পর দিন ইংরেজি বর্ষ বিদায়ের আনুষ্ঠানিকতা। এজন্য কোন আয়োজন না রাখার তাগিদ দেন তিনি।তবে নির্বাচনের আগে খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম উৎসব বড়দিনে প্রতিটি গির্জায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

Share this content:

Back to top button