
এবিএনএ : আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদার বিরুদ্ধে দেওয়া রায়ে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রায় পরবর্তী এক রায়ের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।এসময় তিনি খালেদা জিয়া নির্বাচনে অংশ নেওয়া প্রসঙ্গে বলেন, খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন কি না সেটা আপিল বিভাগ ও নির্বাচন কমিশন বলতে পারবে। তিনি আরও বলেন, রায়ের মধ্য দিয়ে এটা প্রমমাণিত হয়েছে বিএনপি আমলে বাংলাদেশ অপরাধীদের স্বর্গ ছিল। দুর্নীতির অভিযোগে একজন সাবেক প্রধান মন্ত্রী ও রাজৈতিক নেতার দণ্ড হওয়ায় দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে এটা সত্য। তব আমরা বিশ্ববাসীকে বুঝাতে পেরেছি যে, অপরাধী যেই হোক তাকে সাজা পেতে হবে।
Share this content: