আমেরিকালিড নিউজ

বাংলাদেশ আমেরিকান রিপাবলিকান ক্লাবের নেতৃবৃন্দের সাথে ইউ এস এ কংগ্রেসম্যানের সাক্ষাৎ

এবিএনএ : গতকাল বাংলাদেশ আমেরিকান রিপাবলিকান ক্লাবের নেতৃবৃন্দের সাথে ইউ এস এর কংগ্রেসম্যান জেফ ব্যান্ড ড্র এর সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

মহামারী করোনা ও বেশকিছু সমসাময়িক বিষয় নিয়ে বাংলাদেশ আমেরিকান রিপাবলিকান ক্লাবের সভাপতি ফারুক তালুকদার ও সাধারণ সম্পাদক শওকত শিমুলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল কংগ্রেসম্যান জেফ ভ্যান ড্র এর সাথে তার সরকারি অফিস নিউজার্সি অঙ্গরাজ্যের, ম্যাস ল্যান্ডিং সিটির কার্যালয়ে সাক্ষাৎ করেন। এ সময়ে বেকার ভাতা সমস্যার সমাধান,ইমিগ্রেশন বিষয়ক সমস্যার সমাধান, স্থানীয় বাংলাদেশী কমিউনিটিকে শক্তিশালীকরণ ও সরকারি চাকরিতে বাংলাদেশীদের যোগ্যতা অনুযায়ী চাকরির ব্যবস্থা করা এই ৪ টি বিষয়ে উপর ব্যাপক আলোচনা হয়। আলোচনা উপস্থাপনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শেখ শওকত আলী শিমুল। আলোচনার সূচনা বক্তব্য করেন সংগঠনের সভাপতি ফারুক তালুকদার। কংগ্রেসম্যান জেফ ভ্যান ড্র এ সময় ২ জন প্রতিনিধি নির্বাচিত করে বলেন, বাংলাদেশিদের সহযোগিতা করবার জন্য তার অফিস ও তিনি নিজে সব সময় প্রস্তুত । মনোনিত সদস্যরা হলেন,সামিরা রহমান ও ব্রাইন ও কর্নার । এ সময়ে সংগঠনের সহ-সভাপতি সুজন দাশ ফুলের তোড়া দিয়ে একাধিক বার নির্বাচিত কনগ্রেসম্যান কে শুভেচ্ছা জানান। নবনির্বাচিত রিপাবলিকান কংগ্রেসম্যান কে ক্রেস্ট তুলে দেন সংগঠনের সভাপতি ফারুক তালুকদার ও সাধারণ সম্পাদক শেখ শওকত আলী শিমুল। সংগঠনের নেতৃবৃন্দ কমিউনিটি ব্যাক্তিত লিঠন চৌধুরীর মৃত্যুর সংবাদ জানালে তাৎক্ষণিক শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানান কংগ্রেসম্যান। সংক্ষিপ্ত আলোচনায় কংগ্রেসম্যান জন এফ ভ্যান ড্র বলেন, নিউজার্সি স্টেটে রিপাবলিকানদের শক্তিশালী অবস্থানের জন্য বাংলাদেশ – আমিরিকান রিপাবলিকান ক্লাবের সংগঠনের সভাপতি ফারুক তালুকদার ও সাধারণ সম্পাদক শওকত শিমুল সহ সকল সদস্যর অগ্রণী ভূমিকা আছে। তিনি আশা প্রকাশ করে আরও বলেন, বাংলাদেশি আমেরিকান রিপাবলিকান ক্লাবের নেতৃবৃন্দের নেতৃত্বে আগামী দিনে রিপাবলিকানদের শক্তি আরো বেগবান হবে ও শক্তিশালী আমেরিকা গঠনের সহায়ক ভূমিকা পালন করবে।

Share this content:

Back to top button