
এ বি এন এ : ঈদুল ফিতর উপলক্ষে সড়কপথে দুর্ঘটনা এড়াতে বাস ছাড়ার আগে চালকের ড্রাইভিং লাইসেন্স চেক করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।
আজ সোমবার ডিএমপি কার্যালয়ে ট্রাফিক বিভাগের কর্মকর্তাদের সাথে ট্রাফিক ব্যবস্থাপনা-সংক্রান্ত এক সভায় তিনি এ কথা জানান। আছাদুজ্জামান মিয়া বলেন, কোনো বাস হেলপার দিয়ে যেন না চালাতে পারে। সেজন্য টার্মিনাল থেকে বাস ছাড়ার আগে চালকের ড্রাইভিং লাইসেন্স চেক করা হবে।
অতিরিক্ত যাত্রী যেন বহন না করতে পারে এবং ত্রুটিপূর্ণ যানবাহন যেন না চলাচল করতে পারে সে ক্ষেত্রেও থাকবে ডিএমপির বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। বাস, লঞ্চ ও রেলওয়ে টার্মিনালে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পুলিশের পাশাপাশি কমিউনিটি ট্রাফিক পুলিশি ব্যবস্থা জোরদার করা হবে বলেও জানান তিনি।
তিনি বলেন, টিকিট কালোবাজারি প্রতিরোধ করতে বিভিন্ন টার্মিনালের পুলিশ ফাঁড়িগুলোতে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হবে। ফুটপাতে, রাস্তার পাশে জনসাধারণের চলাচলে বিঘ্ন হয় এমনভাবে গাড়ি পার্কিং করা যাবে না। তিনি বলেন, রমজানে ও ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা মহানগরীর ফুটপাত থেকে অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হবে। মলমপার্টি ও অজ্ঞানপার্টির সদস্যরা যেন কোনো প্রকার অপতৎপরতা চালাতে না পারে সেজন্য ডিএমপির পক্ষ থেকে বিশেষ পুলিশি ব্যবস্থা থাকবে।
Share this content: