আন্তর্জাতিক

ইয়াসুকুনি সমাধিক্ষেত্র পরিদর্শন জাপানের প্রতিরক্ষামন্ত্রীর

এবিএনএ : জাপানের প্রতিরক্ষামন্ত্রী বৃহস্পতিবার টোকিওর বিতর্কিত ইয়াসুকুনি সমাধিক্ষেত্র পরিদর্শন করেন। এখানে প্রধানত দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত জাপানি সৈন্যদের সমাহিত করা হয়েছে। দেশটির গণমাধ্যম এই তথ্য জানিয়েছে।
সমাধিস্থলে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত কয়েক লাখ জাপানি সৈন্যকে সমাহিত করা হয়। তবে এ ঘটনার সমালোচনা করেছে চীন ও দক্ষিণ কোরিয়া। ২০ শতকের প্রথমাংশে দেশ দুটিতে জাপানি ঔপনিবেশ শাসকরা নির্যাতন ও আগ্রাসন চালায়।
আগস্ট মাসে মন্ত্রিপরিষদের গুরুত্বপূর্ণ পদ গ্রহণের পর এই প্রথম প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের নতুন প্রতিরক্ষামন্ত্রী তোমোমি ইনাদা ইয়াসুকুনি সমাধিক্ষেত্র পরিদর্শন করলেন। জাপানের জাতীয় টেলিভিশন এনএইচকে, আসাহি শিম্বুন ও জিজি প্রেস একথা জানিয়েছে।
প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে পার্ল হারবারে মার্কিন নৌঘাঁটিতে অ্যাবের শ্রদ্ধা জানানোর পরপরই ইনাদার এই সমাধিক্ষেত্র পরিদর্শনের ঘটনাকে ব্যাপক বৈরীতামূলক আচরণ হিসেবে দেখা হচ্ছে। ১৯৪১ সালের ৭ ডিসেম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে জাপান পার্ল হারবারে ভয়াবহ হামলা চালায়। ঐ হামলায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর দুই হাজার ৩০০ সদস্য নিহত হয়। এদিকে ইনাদার এই পরিদর্শন নিয়ে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাৎক্ষণিক কোন মন্তব্য করেনি।

Share this content:

Back to top button