
এবিএনএ : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই নানা কারণে সংবাদ শিরোনামে জায়গা করে নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি তিনি আফ্রিকার দেশগুলোর মানুষকে ‘নোংরা’ বলায় আবারও সমালোচনা ঝড় উঠেছে বিশ্বজুড়ে। আর এ ব্যাপারেই এবার মুখ খুললেন প্রেসিডেন্ট ট্রাম্প।
গণমাধ্যমের কাছে তিনি নিজেকে বর্ণবাদী নন দাবি করে বলেন, আমি বর্ণবাদী নই। আপনাদের সাক্ষাৎকার নেয়া ব্যক্তিদের মধ্যে সবচেয়ে কম বর্ণবিদ্বেষী আমি। রবিবার রাতে ওয়েস্ট পাম বিচে ট্রাম্প ইন্টারন্যাশনাল গলফ ক্লাবে হোয়াইট হাউজের সাংবাদিকদের কাছে এই দাবি করেন তিনি।
এর আগে অভিবাসী প্রক্রিয়ায় সংস্কার নিয়ে এক বৈঠকে ট্রাম্প বলেছিলেন, কেন আমরা এই নোংরা দেশের মানুষগুলোকে যুক্তরাষ্ট্রে আসতে দিচ্ছি?
এদিকে ট্রাম্পের ওই বর্ণবাদী মন্তব্যের পর আফ্রিকান ইউনিয়ন ব্যাপক প্রতিক্রিয়া জানিয়েছে। তারা এজন্য ট্রাম্পকে ক্ষমা চাইতেও বলছে।
Share this content: