আন্তর্জাতিকলিড নিউজ
অস্ট্রেলিয়ায় ভোটগ্রহণ শুরু

এবিএনএঃ অস্ট্রেলিয়া পার্লামেন্টের নিম্ন কক্ষের সব আসনে এবং উচ্চকক্ষ সিনেটের প্রায় অর্ধেক আসনে আজ ভোট হচ্ছে। এতে ভোটাধিকার প্রয়োগ করছেন রেকর্ড এক কোটি ৬৪ লাখ অস্ট্রেলিয়ান। ৯ মাস ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী স্কট মরিসনের অধীনে লিবারেল ন্যাশনাল জোট ক্ষমতা ধরে রাখার জন্য লড়াই করেছে। তবে তাদের সামনে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছেন লেবার দলের বিল শর্টেন। এ দলটির সঙ্গে যোগ দিয়েছে ছোটখাট কিছু দল ও আঞ্চলিক দলগুলো। ক্যানবেরার স্থানীয় সময় সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়েছে। কিন্তু এর আগেই অর্থাৎ ভোট শুরুর আগেই ৪০ লাখের বেশি অস্ট্রেলিয়ান তাদের ভোট দিয়ে দিয়েছেন।
Share this content: