আমেরিকালিড নিউজ

যুক্তরাষ্ট্রের মিশিগানে বঙ্গবন্ধুর স্থায়ী প্রতিকৃতি উদ্বোধন

এবিএনএ : যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্র্যামাক শহরে প্রথমবারের মতো স্থাপন করা হলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্থায়ী প্রতিকৃতি। রোববার ৯ ফুট উঁচূ ও ৫ ফুট প্রস্থের ভাস্কর্যে টাইলসের মধ্যে খোদাই করা বঙ্গবন্ধুর এই প্রতিকৃতি স্থাপন করা হয়। স্থানীয় স্টেট যুবলীগের উদ্যোগে এই প্রতিকৃতি স্থাপিত হলো।

মিশিগান স্টেট যুবলীগের সভাপতি মো জাহেদ মাহমুদ আজিজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ বদরুদ্দোজা জুনেদের পরিচালনায় অনুষ্ঠিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই প্রতিকৃতির উদ্বোধন করেন যুক্তরাষ্ট্র আওয়ামী যুবলীগের আহবায়ক তারিকুল হায়দার চৌধুরী। এতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন মিশিগান ১৪ ডিস্ট্রিক্টের কংগ্রেসওমেন ব্রেন্ডা লরেন্স, ৯২ ডিস্ট্রিক্টের মিশিগান স্টেট সিনেট সদস্য পল ওজনো এবং ২৮ ডিক্ট্রিক্টের হাউস অব রিপ্রেজেনটেটিভ লরি স্টোন।

প্রতিকৃতির সামনে লাগানো হয়েছে বাহারি রঙের ফুলের গাছ। দলীয় নেতা-কর্মীদের অর্থায়নে এই প্রতিকৃতি নির্মাণে মোট খরচ হয়েছে ৮ হাজার ডলার। প্রতিকৃতিটির নিরাপত্তার জন্য দুটি সিসি ক্যামেরা ও রাতের বেলার দর্শনার্থীদের সুবিধার্থে আলাদাভাবে আলোর ব্যবস্থা রয়েছে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে স্টেট যুবলীগের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে মিশিগান স্টেট থেকে একটি সম্মাননা দেওয়া হয়। স্টেট সিনেট সদস্য পল ওজনো ও ২৮ ডিস্ট্রিকের হাউস অব রিপ্রেসেনটেটিভ লরি স্টোন বঙ্গবন্ধু রাজনৈতিক জীবন বৃত্তান্ত উল্লেখিত সম্মাননা পত্রটি সভাস্থলে পাঠ করেন এবং জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

মিশিগান স্টেট যুবলীগের সভাপতি মো. জাহেদ মাহমুদ আজিজ সুমন বলেন, আমাদের স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে দেখে আমরা খুবই আনন্দিত। এ ভাস্কর্যের মাধ্যমে যুক্তরাষ্ট্রে জন্ম বা বেড়ে ওঠা বাংলাদেশি ও আমেরিকার অন্যান্য জাতিগোষ্ঠী বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গৌরবমায় কর্মজীবন সম্পর্কে জানতে পারবে।

মিশিগান স্টেট যুবলীগ সেক্রেটারি শেখ বদরুদ্দোজা জুনেদ বলেন, বাংলাদেশ ও বঙ্গবন্ধুর গৌরবময় ইতিহাস এবং ঐতিহ্যকে বিদেশের মাটিতে ছড়িয়ে দিতে যুবলীগ বিভিন্ন কর্মসূচি পালন করছে। এখানকার নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনাকে পরিচিত করতে এর আগে মুক্তিযোদ্ধা সম্মাননা ও বিজয় দিবসের ম্যাগাজিন প্রকাশ করে যুবলীগ। এরই ধারাবাহিকতায় আমাদের অনেক দিনের শ্রমের ফসল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণ করা। তিনি সেখানকার বসবাসরত মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকলের সাহায্য সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।

যুক্তরাষ্ট্র আওমী লীগের সাংগঠনিক সম্পাদক সাইকুল ইসলাম, যুক্তরাষ্ট্র আওয়ামী যুবলীগের আহবায়ক কমিটি সিনিয়র সদস্য মো. রিয়াজুল লস্কর মিটু, ৩ মিশিগান আওয়ামী লীগ সভাপতি আবদুস শাকূর মাখন এবং মিশিগান স্টেট যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহীদুর রহমান চৌধুরী জাবেদসহ যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ ও এর অিঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

Share this content:

Back to top button