এবিএনএ: হলিউড অভিনেতা ও গায়ক নিক জোনাসের সঙ্গে আজ শনিবার আনুষ্ঠানিকভাবে বাগদানের ঘোষণা দিলেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। হলিউডে অভিনয়ের সূত্রে নিকের সঙ্গে প্রিয়াঙ্কার পরিচয়, প্রেম। সম্প্রতি তারা বাগদানও সারেন। কিন্তু এ নিয়ে এতদিন আনুষ্ঠানিক কিছু জানাননি তারা। বেশ কয়েকবার প্রিয়াঙ্কাকে দেখা গেছে বাগদানের আঙটি লুকাতে। তাই বিষয়টি নিয়ে নিশ্চিত হওয়া যাচ্ছিল না।
শনিবার সকালে রোকা অনুষ্ঠানের মাধ্যমে বাগদানের বিষয়টি সবাইকে আনুষ্ঠানিকভাবে জানান প্রিয়াঙ্কা। ইনস্টাগ্রামে সেই অনষ্ঠানে নিকের সঙ্গে তোলা ছবি পোস্ট করেছেন প্রিয়াঙ্কা। এতে সাদা পাঞ্জাবিতে দেখা গেছে নিককে। ছবিটি পোস্ট করার পর হলিউড-বলিউডের শিল্পী থেকে শুরু করে তাদের শুভাকাঙ্ক্ষী ও ভক্তরা অভিনন্দন জানিয়েছেন। বাগদানের ছবি পোস্ট করে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘গ্রহণ করলাম… সমস্ত হৃদয় ও আত্মা দিয়ে…’। নিকের বাবা কেভিন জোনাস সিনিয়রও নিজেদের পরিবারের স্বাগত জানিয়েছেন প্রিয়াঙ্কাকে। তিনি লিখেছেন, ‘অভিনন্দন এবং আমাদের পরিবারে স্বাগত।’ আজ রাতে ঝমকালো পার্টি দেবেন প্রিয়ঙ্কা-নিক। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্র থেকে আগত অতিথিদের জন্য একটি হোটেলে ২০০ কক্ষ বুক করা হয়েছে। এছাড়া বলিউডের তারকারাও এতে অংশ নেবেন।