আইন ও আদালতবাংলাদেশ

অলিউল্লাহ হত্যা মামলায় ছয়জনের মৃত্যুদণ্ডাদেশ

এ বি এন এ : চাঁদপুরের কচুয়া উপজেলায় অলিউল্লাহ হত্যা মামলায় চট্টগ্রাম দ্রুতবিচার ট্রাইব্যুনাল ছয়জনকে ফাঁসির আদেশ দিয়েছে।
মঙ্গলবার  ট্রাইব্যুনালের বিচারক মো. মুহিতুল হক এনাম চৌধুরী এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে চারজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেয়া হয়।
উল্লেখ্য, ২০১৪ সালের ৩০ জুলাই কোরবানির ঈদের রাতে কচুয়া উপজেলার শংকরপুর গ্রামের অলিউল্লাহ মৃধাকে কুপিয়ে হত্যার করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী জয়নব বেগম কচুয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। ওই বছরই ১০ জনকে আসামি করে মামলার তদন্ত কর্মকর্তা ট্রাইব্যুনালে অভিযোগপত্র দাখিল করেন। ট্রাইব্যুনাল শুনানি শেষে অভিযোগ আমলে নিয়ে বিচারিক কাজ শুরু করে।

Share this content:

Back to top button