আইন ও আদালতবাংলাদেশ

স্ত্রী হত্যার দায়ে পুলিশ কনস্টেবলের যাবজ্জীবন

এবিএনএ : ময়মনসিংহের ভালুকা উপজেলার জাটিয়া গ্রামে গৃহবধূকে হত্যার মামলায় স্বামী পুলিশ কনস্টেবল মো. রফিকুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। বুধবার ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত মো. রফিকুল ইসলাম ঘটনার সময় পুলিশ কনস্টেবল হিসেবে ঢাকার রাজারবাগ পুলিশ লাইনে কর্মরত ছিলেন। তার উপস্থিতিতেই বুধবার রায় ঘোষণা করা হয়। রায়ে রফিকুলের ভাই, বোন এবং চাচাকে খালাস দেয়া হয়েছে।
রায়ের বিবরণে বলা হয়, ১৯৯৭ সালের ৬ মে রাজারবাগ পুলিশ লাইন থেকে ছুটি নিয়ে গ্রামের বাড়ি যাওয়ার পর স্ত্রী রেহানা আক্তার বকুলকে গলা টিপে হত্যা করেন রফিকুল ইসলাম। পরে ঘটনাটিকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেছিলেন তিনি। জমি লিখে নেয়াকে কেন্দ্র করে ঝগড়ার একপর্যায়ে রফিকুল স্ত্রীকে হত্যা করেন বলে উল্লেখ করা হয়েছে বিবরণে।

Share this content:

Back to top button