আইন ও আদালতবাংলাদেশ

রায়ে আমরা সন্তুষ্ট: প্রসিকিউটর

এ বি এন এ :একাত্তরে মানবতাবিরোধী অপরাধ মামলায় জামালপুরের আট আসামির রায়ে সন্তোষ প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ। সোমবার রায়ের প্রতিক্রিয়ায় তিনি এই মন্তব্য করেন।
তুরিন আফরোজ বলেন, আমরা এই রায়ে অত্যন্ত খুশি। এ পর্যন্ত ট্রাইব্যুনালে প্রসিকিউশনের কনভিকশন রেট শতভাগ। আজকের রায়েও ব্যতিক্রম ঘটেনি।
আমৃত্যু কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করবেন কি না জানতে চাইলে তিনি বলেন, পূর্ণাঙ্গ রায় দেখে সিদ্ধান্ত নেয়া হবে।
আসামিদের বিরুদ্ধে আনা পাঁচ অভিযোগের মধ্যে তিনটি অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় দুইজনকে ফাঁসির আদেশ ও তিনজনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। এর মধ্যে অপহরণ, নির্যাতন, হত্যা, লুটপাট ও অগ্নিসংযোগের একটি অভিযোগে মো. আশরাফ হোসেন, মো. আব্দুল মান্নান ও মো. আব্দুল বারীকে মৃত্যুদণ্ডের আদেশ দেয় আদালত। অন্যদিকে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত অ্যাডভোকেট মো. শামসুল হক, এস এম ইউসুফ আলী, শরীফ আহাম্মেদ ওরফে শরীফ হোসেন, হারুন ও মো. আবুল হাশেমের বিরুদ্ধে ঐ অভিযোগসহ একাধিক অভিযোগ প্রমাণিত হয়েছে।

Share this content:

Related Articles

Back to top button