জাতীয়বাংলাদেশলিড নিউজ

রাজধানীতে তরুণী ধর্ষিত, আটক ১

এবিএনএ : রাজধানীর বাড্ডায় নৃজাতিগোষ্ঠির এক তরুণী ধর্ষিত হয়েছে। থানায় অভিযোগের পর পুলিশ তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। ওই তরুণী বর্তমানে ঢামেকের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন। বাড্ডা থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) ইব্রাহিম খলিল আজ শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার রাতে ধর্ষিত তরুণী বাদী হয়ে ৪ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। মামলা নং ৩৭। অভিযোগের পর অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি রুবেলের সহযোগী সালাহউদ্দিনকে আটক করেছে পুলিশ। তবে অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানান বাড্ডা থানার এই উপপরিদর্শক। জানা গেছে, ধর্ষণের শিকার ওই তরুণী খিলক্ষেত এলাকায় থাকেন। তিনি একটি বিউটি পার্লারে কাজ করেন। গত ২৬ অক্টোবর উত্তর বাড্ডায় তার এক বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ওই তরুণী। সেখান থেকে ফেরার সময় রুবেল তাকে জোর করে উত্তর বাড্ডার একটি বাড়িতে নিয়ে ধর্ষণ করে।

Share this content:

Back to top button