এ বি এন এ : ঢাকার অদূরে সাভারে একটি যাত্রীবাহী বাস ও লিচুবোঝাই একটি ট্রাকের সংঘর্ষে এক নারীসহ ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা কয়েকটি গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
সোমবার সকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কের গাজীপুরের চক্রবর্তী পুলিশ ফাঁড়ি সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নবীনগর-চন্দ্রা মহাসড়কের গাজীপুরের চক্রবর্তী পুলিশ ফাঁড়ি সংলগ্ন এলাকায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকাগামী একটি লিচু বোঝাই ট্রাককে পিছন থেকে ধাক্কা দেয়। এতে ওই বাসের একজন মারা যান। আহত হন অন্তত ২৫ জন। এ সময় ঘটনাস্থলে থাকা এক নারী পথচারী রাস্তা পার হতে গেলে অপর একটি যাত্রীবাহী বাস ওই নারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা উত্তেজিত হয়ে অন্তত ১৫টি গাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়। এছাড়া একটি গাড়িতে অগ্নিসংযোগ করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষুব্ধদের সরিয়ে দিলে যানচলাচল স্বাভাবিক হয়।