এবিএনএ : সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস। শুক্রবার (১৪ জানুয়ারি) ছেলেকে নিয়ে লন্ডন যাওয়ার জন্য করোনা টেস্ট করাতে দিলে বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) তার রেজাল্ট পজিটিভ আসে। এছাড়া রোববার (৯ জানুয়ারি) স্ত্রীও করোনায় আক্রান্ত হন। বিষয়টি নিশ্চিত করেন ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের।