লিড নিউজশিক্ষা

গঠনমূলক আলোচনা হয়েছে : ভিপি নুর

এবিএনএ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আখতারুজ্জামানের সঙ্গে বৈঠকে গঠনমূলক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ডাকসু ভিপি নুরুল হক নুর। আজ বুধবার সকালে ভিসি কার্যালয়ে বৈঠকের পর তিনি এ মন্তব্য করেন। সকাল ১০টার কিছু আগে ভিসি কার্যালয়ে বৈঠকটি শুরু হয়, যা চলে পৌনে ১১টা পর্যন্ত। বৈঠকে উপাচার্য ছাড়াও উপস্থিত ছিলেন প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক ও আন্দোলনরত শিক্ষার্থীরা। এর আগে বুধবার সকাল ৯টার দিকে অন্য ছাত্রনেতাদের সঙ্গে নিয়ে ভিসির কার্যালয়ে যান নুর। সেখানে তারা হামলার বিষয়ে বিস্তারিত অভিযোগ করেন এবং দোষীদের বিচার দাবি করেন।

গতকাল মঙ্গলবার বিকেলে ঢাবির উর্দু বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ফরিদ হাসানকে মারধরের ঘটনায় অভিযোগপত্র দিতে স্যার সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলে যান ভিপি নুরুল হক নুর, সমাজসেবা সম্পাদক আকতার হোসেন, শামসুন্নাহার হলের ভিপি শেখ তাসনীম আফরোজ ইমি, ছাত্র ফেডারেশনের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি উম্মে হাবিবা বেনজির, অরণি সেমন্তি খানসহ কয়েকজন।

তবে নুরসহ ছাত্রনেতারা সলিমুল্লাহ হলের ভেতরে গেলে সেখানে ছাত্রলীগ নেতাকর্মীরা তাদের বাধা দেয় ও অবরুদ্ধ করে বলে অভিযোগ পাওয়া গেছে। আর হলটির বাইরে দাঁড়িয়ে থাকা অবস্থায় ছাত্রলীগের অন্য নেতাদের আপত্তিকর মন্তব্যের শিকার ও তাদের হাতে লাঞ্ছিত হওয়ার অভিযোগ করেছেন সেমন্তি, ইমি ও বেনজির। এ সময় তাদের গায়ে ডিমও ছুড়ে মারা হয়েছে বলে দাবি তাদের। এ ঘটনায় গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত ভিসি ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।

Share this content:

Back to top button