আমেরিকালিড নিউজ

নিউইয়র্কে পথচারীদের ওপর গাড়ি, নিহত ১

এবিএনএ : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের টাইম স্কয়ারে পথচারীদের ওপর দ্রুত গতির গাড়ি উঠিয়ে দেওয়ার ঘটনায় এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন অন্তত ২২ জন। এ ঘটনা কোনো নাশকতা নয় বলেই মনে করছে পুলিশ।

বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে।
গাড়ির চালক ২৬ বছর বয়সী মার্কিন নাগরিক। তাঁকে আটক করা হয়েছে।
গাড়ির চালক মদ্যপ ছিলেন বলে মনে করছে পুলিশ। নিউইয়র্ক পুলিশ বিভাগ টুইটার বার্তায় বলেছে, ‘এটি একটি বিচ্ছিন্ন ঘটনা বলেই মনে করা হচ্ছে। এ নিয়ে তদন্ত চলছে।’
নিউইয়র্ক নগর কর্তৃপক্ষ বলেছে, এ ঘটনার পর ওই এলাকায় সন্ত্রাসবিরোধী বিভাগের অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে।

Share this content:

Back to top button