আন্তর্জাতিকলিড নিউজ

কাশ্মীরে ৩৬ ঘণ্টার বন্দুকযুদ্ধে নিহত ৮

এবিএনএ : ভারত শাসিত কাশ্মীরে ভারতীয় আধাসামরিক বাহিনীর একটি ঘাঁটিতে সন্ত্রাসীরা হামলা চালানোয় দুইপক্ষের মধ্যে শুরু হওয়া বন্দুকযুদ্ধ প্রায় ৩৬ ঘণ্টা পর শেষ হয়েছে। রবিবার তিন সন্ত্রাসী অতর্কিতে হামলা শুরু করলে তাদের বিরুদ্ধে পাল্টা হামলা চালায় ভারতীয় সেনারা। এই বন্দুকযুদ্ধে ভারতের পাঁচ সেনা ও তিন হামলাকারীর সবাই নিহত হয়েছেন। আলজাজিরা অনলাইনের এক খবরে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে। কর্মকর্তাদের তথ্যানুযায়ী, রবিবার সকালে কাশ্মীরের দক্ষিণাঞ্চলে একটি পুলিশ কমান্ডো প্রশিক্ষণকেন্দ্রের কাছে আধাসামরিক বাহিনীর লেথপোরা ঘাঁটিতে অতর্কিতে ঢুকে পড়ে গুলি চালাতে শুরু করে তিন সন্ত্রাসী। এরপর ওই ঘাঁটিতে পুলিশ, সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীর কয়েকশ সদস্য ছুটে গিয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযানে অংশ নেয়। শেষ সন্ত্রাসী নিহত হওয়া পর্যন্ত গোলাগুলি চলতে থাকে। আঞ্চলিক পুলিশের প্রধান শেশ পল বাইড আলজাজিরাকে জানিয়েছেন, নিরাপত্তা বাহিনীর সদস্যরা তৃতীয় হামলাকারীর মরদেহ খুঁজে পাওয়ার পর সোমবার বিকেলে ৩৬ ঘণ্টার এই ম্যারাথন অভিযান শেষ হয়েছে।

তিন হামলাকারীর মধ্যে একজন বিদেশি এবং দুজন পার্শ্ববর্তী গ্রামের স্থানীয় বাসিন্দা। সাত বছরের মধ্যে স্থানীয় কাশ্মীরিদের চালানো এ ধরনের প্রথম হামলা এটি। ভারতীয় সেনাবাহিনী ও আধাসামিরক বাহিনীর ঘাঁটিতে এ ধরনের হামলা সাধারণত আত্মঘাতী হামলার শামিল। এ ক্ষেত্রে সাধারণত সশস্ত্র সন্ত্রাসীরা মৃত্যু না পাওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যায়। একে ‘ফিদাইন হামলা’ বলে। পাকিস্তানের সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈয়বা ও জাইশ-ই-মোহাম্মদ কাশ্মীরে ভারতীয় সেনাদের ঘাঁটিতে ফিদাইন হামলা চালিয়ে থাকে। লেথপোরা ঘাঁটির হামলার দায় স্বীকার করেছে জইশ-ই-মোহাম্মদ। নিহত স্থানীয় দুই সন্ত্রাসী ১৬ বছর বয়সি ফারদিন আহমদ খানদায় ও ২৪ বছর বয়সি মানজুর আহমদ বালা কাশ্মীরের দক্ষিণাঞ্চলীয় পুলওয়ামা জেলার বাসিন্দা।

Share this content:

Back to top button