এ বি এন এ : আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক বলেছেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বর্তমানে সাত হাজার ১২৯ জন সদস্য কর্মরত রয়েছেন। বৃহস্পতিবার সংসদে সরকারি দলের সদস্য মমতাজ বেগমের এক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।
আনিসুল হক জানান, চলতি বছরের মার্চ পর্যন্ত জতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সশস্ত্র বাহিনী এবং বাংলাদেশ পুলিশ বাহিনী মিলিয়ে মোট সাত হাজার ১২৯ জন সদস্য কর্মরত রয়েছেন। এর মধ্যে সেনাবাহিনীর চার হাজার ৯২৬ জন, নৌবাহিনীর ৫২৪ জন, বিমান বাহিনীর ৬৩৯ জন এবং পুলিশ বাহিনীর এক হাজার ৪০ জন সদস্য কর্মরত রয়েছেন। মিশনভিত্তিক বর্তমানে নিয়োগপ্রাপ্ত সদস্যরা বিভিন্ন দেশে কর্মরত রয়েছেন।