
এবিএনএ : রাজধানীর গ্রিনরোডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলী বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার সকাল ১০টার দিকে ফায়ার সার্ভিসের দশটি ইউনিট প্রায় সোয়া এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এতে ৪০টি টিনশেড ঘর ভস্মীভূত হয়েছে বলে জানা গেছে।
এর আগে সকাল পৌনে ৯টার দিকে বস্তির একটি টিনশেড ঘর থেকে এ আগুনের সূত্রপাত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জমিতে গড়ে ওঠা ওই বস্তিতে বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারীদের অনেকের বসবাস। কেউ আবার সেখানে ঘর তুলে স্থানীয় নিম্ন আয়ের মানুষকে ভাড়া দিয়েছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা আতিকুল আলম চৌধুরী বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে ১০টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় সোয়া এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।’
Share this content: