আন্তর্জাতিকলিড নিউজ

ছাতা সরিয়ে বৃষ্টিতেই গার্ড অব অনার নিলেন রাষ্ট্রপতি

এবিএনএ : ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ প্রথমবারের মতো কেরালা প্রদেশ সফরে গেছেন। কেরালা সফরে গিয়েই নজিরবিহীন এক আলোচনার জন্ম দিয়েছেন তিনি।

ভারতীয় সংবাদসংস্থা ইন্দো এশিয়ান নিউজ এজেন্সি (আইএএনএস) বলছে, রোববার কেরালার বিমানবন্দরে পৌঁছানোর পর রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেয়ার সময় মুষলধারে বৃষ্টি শুরু হয়। এসময় নিরাপত্তারক্ষীরা ছাতা নিয়ে এগিয়ে এলে তাতে অনীহা প্রকাশ করে বৃষ্টিতে ভিজেই গার্ড অব অনার গ্রহণ করেন ভারতের এই রাষ্ট্রপতি।

ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রধান রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ রোববার কেরালায় পৌঁছান স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে। বিমানবন্দরে কেরালার গভর্নর পি. সাথাসিভাম ও মুখ্যমন্ত্রী পিনারায়ি বিজয়সহ অন্যরা রাষ্ট্রপতিকে গ্রহণ করেন।

ram-nath-kobinda

বিমানবন্দরে রাষ্ট্রপতি কোবিন্দ পৌঁছানোর পর তাকে গার্ড অব অনার দেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এসময় বৃষ্টি শুরু হলে নিরাপত্তা কর্মকর্তারা ছাতা নিয়ে এগিয়ে আসেন। কিন্তু রাষ্ট্রপতি ছাতা ব্যবহারে অনীহা প্রকাশ করে ডায়াসের সামনে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজেই গার্ড অব অনার গ্রহণ করেন।

পরে ভারতের এই রাষ্ট্রপতি কেরালার কোল্লামে আধ্যাত্মিক নেতা মাতা অমৃতানন্দময়ীর ৬৪তম জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে হেলিকপ্টারযোগে বিমানবন্দর ত্যাগ করেন। রোববার স্থানীয় সময় বিকেলের দিকে নয়াদিল্লি ফিরবেন রাম নাথ কোবিন্দ।

Share this content:

Back to top button