জাতীয়বাংলাদেশলিড নিউজ

মানুষ স্বস্তি নিয়ে যাচ্ছে, স্বস্তি নিয়েই ফিরবে : কাদের

এবিএনএ : ঈদে ঘরমুখো মানুষ স্বস্তি নিয়ে যাচ্ছে এবং স্বস্তি নিয়েই ফিরবে বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বৃহস্পতিবার সকালে মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনের সময় তিনি একথা বলেন।ওবায়দুর কাদের বলেন, ‘বিকেলে গার্মেন্টস ছুটির পর যাত্রী চাপ বাড়বে।’ তবে মহাসড়কে বিকল গাড়ি সরাতে পর্যাপ্ত রেকার রাখা হয়েছে।’ এ সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে মন্ত্রী বলেন, ‘তিনি (খালেদা জিয়া) যখন বিএসএমএমইউতে যেতে রাজি হননি তখন তাকে সিএমএইচের প্রস্তাব দেওয়া হয়। সিএমএইচ অনেক ভালো হাসপাতাল। এর চেয়ে ভালো চিকিৎসার গ্যারান্টি অন্য কোথাও নেই। সবচেয়ে ভালো ব্যবস্থাপনার হাসপাতালও এটাই। এরপরও তিনি কেন সিএমএইচকে গ্রহণ করছেন না, বুঝলাম না। এটা আর্মির হাসপাতাল। সেনাবাহিনীর পরিবারের সদস্য হয়েও খালেদা কেন সেনাবাহিনীর (সম্মিলিত সামরিক বাহিনীর) হাসপাতালকে বিশ্বাস করেন না এটাই আমার প্রশ্ন।’খালেদা জিয়ার চিকিৎসা বিএনপির নতুন ইস্যু উল্লেখ করে কাদের বলেন, ‘বিএনপি কি তার চিকিৎসা চান নাকি রাজনীতি করতে চান? বিএনপির নেতারা এটা নিয়ে রাজনীতির ইস্যু খুঁজছে। সিএমএইচ যাদের পছন্দ না, নিশ্চয়ই তারা এ নিয়ে রাজনীতি করছে।’

Share this content:

Related Articles

Back to top button