আন্তর্জাতিকলিড নিউজ

ভেনেজুয়েলার রাষ্ট্রদূতকে বহিষ্কার করল কানাডা

এবিএনএ : ভেনেজুয়েলার রাষ্ট্রদূত ও চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে কানাডা। ভেনিজুয়েলার পক্ষ থেকে একই ধরনের ব্যবস্থা নেওয়ার পাল্টা ব্যবস্থা হিসেবে সোমবার কানাডা এ সিদ্ধান্ত নিয়েছে।
কানাডার পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড জানিয়েছেন, অটোয়ায় নিযুক্ত ভেনিজুয়েলার রাষ্ট্রদূত উইলিয়াম ব্যারিয়েন্তোস ফার্নান্দেজ ও চার্জ দ্যা অ্যাফেয়ার্স অ্যাঞ্জেল হেরেরার কূটনৈতিক পরিচয়পত্র বাতিল করা হয়েছে। রাষ্ট্রদূত ব্যারিয়েন্তোস এ মুহূর্তে কানাডার বাইরে রয়েছেন এবং তাকে ফিরতে দেওয়া হবে না। পাশাপাশি হেরেরাকে কানাডা ছাড়তে বলা হয়েছে।
ফ্রিল্যান্ড আরো জানিয়েছেন, ভেনেজুয়েলায় নিযুক্ত কানাডার চার্জ দ্যা অ্যাফেয়ার্স ক্রেইগ কোয়ালিককে বহিষ্কারের পর এ ব্যবস্থা নেওয়া হলো।
ভেনিজুয়েলার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার অভিযোগে গত শনিবার কোয়ালিককে অবাঞ্ছিত ব্যক্তি হিসেবে ঘোষণা করে কারাকাস ।  চলতি বছরের প্রথম থেকে এ পর্যন্ত সরকার বিরোধী বিক্ষোভে ১২০ জনেরও বেশি নিহত হওয়া প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সমালোচনা করেছিলেন কোয়ালিক। একই অভিযোগে ব্রাজিলের রাষ্ট্রদূতকেও বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে ভেনেজুয়েলা।

Share this content:

Back to top button