জাতীয়বাংলাদেশলিড নিউজ

ভ্যাকসিন কিনতে বাংলাদেশকে ৯৪ কোটি ডলার দিচ্ছে এডিবি

এবিএনএ : করোনা ভাইরাস প্রতিরোধী ভ্যাকসিন কিনতে বাংলাদেশকে ৯৪০ মিলিয়ন (৯৪ কোটি) ডলার সহায়তা দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে মঙ্গলবার এ আশ্বাস দেন এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই সাক্ষাৎ হয়। পরে প্রধানমন্ত্রীর সহকারী প্রেসসচিব ইমরুল কায়েস সাংবাদিকদের ব্রিফ করেন। জানান, সাক্ষাতে করোনা মহামারি দূর করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রসংশা করেছেন মনমোহন প্রকাশ।

এ সময় তিনি এশিয়ার তৃতীয় দেশ হিসেবে বাংলাদেশ সফলভাবে করোনার টিকা কার্যক্রম পরিচালনা করছে বলে মন্তব্য করেন। এডিবি প্রতিনিধি আরও বলেন, সঠিক সময়ে যথোপযুক্ত সিদ্ধান্ত নিয়ে অর্থনৈতিক কার্যক্রম সচল রাখার সূযোগ সৃষ্টিতে জিডিপির কাঙ্খিত প্রবৃদ্ধি অর্জন সম্ভব হয়েছে।

সাক্ষাৎকালে মনমোহন প্রকাশ প্রধানমন্ত্রীকে ‘এশিয়া’স জার্নি টু প্রসপারিটি: পলিসি, মার্কেট অ্যান্ড টেকনোলজি ওভার ফিফটি ইয়ার্স’ শীর্ষক এশীয় উন্নয়ন ব্যাংক প্রকাশিত বই উপহার দেন। এছাড়া ‘সাউথইস্ট বাংলাদেশ ইকোনমিক করিডর কম্প্রিহেনসিভ ডেভেলপমেন্ট প্ল্যান’ এর তিনটি ভলিয়ম প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।

Share this content:

Back to top button