আন্তর্জাতিকলিড নিউজ

ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে দুই ফিলিস্তিনি নিহত

এবিএনএ : ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিন শহরে ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে অন্তত দুই ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের এক সদস্য রয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে বুধবার সংঘর্ষে বহু ফিলিস্তিনি আহত হয়েছে। এছাড়া, পশ্চিম তীরের তিনটি বাড়ি সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে তারা। এর মধ্যে একটি বাড়ি ধ্বংসের ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েছে যাতে দেখা যাচ্ছে বাড়িটি সম্পূর্ণভাবে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।ইরানের প্রেস টিভি জানিয়েছে, হামাস সদস্য আহমাদ ইসমাইল মুহাম্মাদ জারার ও তার সঙ্গীকে হত্যার পর ইসরায়েলি সেনারা দুই ফিলিস্তিনির আত্মীয়-স্বজনের ঘরবাড়ি ধ্বংস করে। সংঘর্ষে ইসরায়েলের দুই সেনা আহত হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর।

Share this content:

Back to top button