আইন ও আদালত

গৃহকর্মী নির্যাতন খালাস পেলেন ক্রিকেটার শাহদাত ও তার স্ত্রী

এবিএনএ : গৃহকর্মী নির্যাতন মামলায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার কাজী শাহাদাত হোসেন রাজীব এবং তার স্ত্রী জেসমিন জাহান ওরফে নিত্য খালাস পেয়েছেন। রবিবার ঢাকার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-৫ এর বিচারক তানজীনা ইসমাইল এই রায় ঘোষণা করেন।
এর আগে গত ২৭ অক্টোবর নিজেদের নির্দোষ দাবি করে আত্মপক্ষ শুনানি করেন শাহাদাত এবং তার স্ত্রী। মামলাটিতে চার্জশিটভুক্ত ১২ জন সাক্ষীর মধ্যে সাতজনের সাক্ষ্য গ্রহণ করেছেন ট্রাইব্যুনাল।
মামলার এজাহারে বলা হয়, ২০১৫ সালের সেপ্টেম্বরে গৃহকর্মী মাহফুজা আক্তার হ্যাপিকে (১১) নির্যাতনের অভিযোগে শাহাদাতের বিরুদ্ধে মামলা করেন সাংবাদিক খন্দকার মোজাম্মেল হক। এরপর ১৩ সেপ্টেম্বর হ্যাপি আদালতে হাজির হয়ে জবানবন্দি দেয়।

Share this content:

Related Articles

Back to top button