আন্তর্জাতিকলিড নিউজ
সিঙ্গাপুরে মেট্রো ট্রেনের দুর্ঘটনায় আহত ২৮

এবিএনএ : সিঙ্গাপুরে বুধবার মেট্রো ট্রেনের দুর্ঘটনায় অন্তত ২৮ যাত্রী আহত হয়েছেন। মেট্রো সিস্টেমের ত্রুটি থাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে। আহত যাত্রীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে সিঙ্গাপুর রেল কর্তৃপক্ষ।
এ ব্যাপারে সিঙ্গাপুর পরিবহণমন্ত্রী জানান, পশ্চিমে জু কন স্টেশনে ভোরের ব্যস্ততম সময়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনকে অপর ট্রেন ধাক্কা মারে। দু’টি ট্রেনের মধ্যে এই সংঘর্ষের ঘটনায় আহত হন বহু যাত্রী।
Share this content: