খেলাধুলা

বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ: বিসিবি সভাপতি

এ বি এন এ : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ‘ইংল্যান্ড-বাংলাদেশ সিরিজ দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’
শুক্রবার দুপুরে গুলশানে নিজ বাসভবনে তিনি এসব কথা বলেন।
হলি আর্টিজানের ঘটনায় দেশের ভাবমূর্তি ফিরিয়ে আনতে এই সিরিজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে জানিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘শুধু খেলোয়ার নয়, ইংল্যান্ড থেকে যারা খেলা সংশ্লিষ্ট বিষয়ে বাংলাদেশে আসবেন তাদের প্রত্যেককে নিরাপত্তা দেয়া হবে।’
তিনি জানান, যতটুকু নিরাপত্তার কথা বলা হচ্ছে তার চেয়েও বেশি নিরাপত্তা থাকবে।

Share this content:

Related Articles

Back to top button